Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের সম্পর্কে

প্রকল্পের নাম: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)

উদ্যোগী মন্ত্রণালয়: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

বাস্তবায়নকারী সংস্থা: জাতীয় মহিলা সংস্থা

মেয়াদ: এপ্রিল ২০১৭- মার্চ ২০২২

জনবল: প্রকল্পের মোট জনবল ১৯৭৮ জন। প্রধান কার্যালয়ে: ১৮ জন এবং ৪৯০ টি তথ্যকেন্দ্রে ১৯৬০ জন।

প্রকল্প এলাকা: প্রকল্পের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। ৮টি বিভাগের ৬৪ টি জেলার অন্তর্গত ৪৯০ টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত করা হচ্ছে।

সুনির্দিষ্ট উদ্দেশ্য

১. বাংলাদেশের ৪৯০টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা।

২. তথ্য প্রযুক্তি সম্পর্কে (০১) এক কোটি গ্রামীণ মহিলাদের উদ্বুদ্ধ করণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করা।

৩. তথ্যকেন্দ্রের মাধ্যমে ই-কমার্স সহায়তা প্রদান।

৪. ই-লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দল গঠন করা।

 

প্রকল্পের লক্ষ্য:

তথ্য প্রযুক্তিজ্ঞানে সমান অধিকার ও সুযোগ দিয়ে নারীদের সামাজিক অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে অবদান রাখছে ‘আইসিটি’ । ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার মহৎ উদ্যোগ পরির্পূণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি ‘আইসিটি’ র ক্ষমতা ও দক্ষতার সাহায্যে নারীর ক্ষমতায়ন উদ্যোগকে গুণগতভাবে এবং পরিমাপযোগ্যভাবে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায়।

 

বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান নি:সন্দেহে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পটি গৃহীত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক উক্ত প্রকল্পটি ১ম পর্যায়ে ১৩টি উপজেলায় সফলভাবে বাস্তবায়ন করা হয়।

 

এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ৪৯০টি উপজেলায় তৃণমূল নারীদের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে ০৫ (পাঁচ) বছর মেয়াদী (এপ্রিল ২০১৭ থেকে মার্চ ২০২২ পর্যন্ত) “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” গৃহীত হয়েছে।

 

তথ্যকেন্দ্র:

বাংলাদেশের ৪৯০টি উপজেলার প্রত্যেকটিতে প্রকল্পের আওতায় একটি করে তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি তথ্যকেন্দ্রে ০১ জন তথ্যসেবা কর্মকর্তা ও ০২ জন তথ্যসেবা সহকারী তথ্য সেবা প্রদানের কাজে নিয়োজিত আছেন। এরাই প্রকল্প এলাকায় তথ্যআপা” হিসাবে পরিচিত। তথ্যআপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া তথ্যআপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা প্রদান করেন।

 

ময়মনসিংহ সদর উপজেলা তথ্যকেন্দ্র:

ময়মনসিংহ সদর উপজেলা তথ্যকেন্দ্র ২০১৯ সালের ০২ ডিসেম্বর থেকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রথমাবস্থায় এই তথ্যকেন্দ্রের কার্যক্রম সীমিত আকারে থাকলেও ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি পাচ্ছে।

 

ভিশন: ময়মনসিংহ সদর উপজেলার ১১ টি ইউনিয়নের গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন।

 

মিশন: গ্রামীণ অসহা্য়-সুবিধাবঞ্চিত মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন, দক্ষ জনশক্তিতে রূপান্তর, সামাজিক, রাজনৈতিক, আইনগত অধিকার ইত্যাদি প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সমান সুযোগ সুবিধার ক্ষেত্র প্রস্তুত।

 

সাংগঠনিক তথ্যাবলী:

ক্রমিক নং

অনুমোদিত পদের নাম

অনুমোদিত পদের সংখ্যা

কর্মরত পদের সংখ্যা

কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর নাম

১.

তথ্যসেবা কর্মকর্তা

মোছা: ফারজানা বেগম

২.

তথ্যসেবা সহকারী

১. আসমা-উল-হুসনা

২. আঁখি আক্তার

৩.

অফিস সহায়ক

মোঃ আসাদুজ্জামান

 

সেবাসমূহ:

  • ইন্টারনেটের মাধ্যমে তথ্য সেবা প্রদান:  তথ্যকেন্দ্রে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ রয়েছে। প্রকল্পের উপকারভোগীগণকে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করা হয়। এছাড়া চাকরির খবর, বিভিন্ন পরীক্ষার ফলাফল, সরকারি বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনামূল্যে সরবরাহ করা হয়।
  • প্রাথমিক স্বাস্থ্যসেবা: তথ্যকেন্দ্রসমূহ হতে বিনামূল্যে নিম্নলিখিত প্রাথমিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদান করা হয়:
    - ব্লাড প্রেসার পরীক্ষা
    - ওজন পরিমাপ
    - ডায়াবেটিস পরীক্ষা
  • ডোর টু ডোর সেবা প্রদান: আমাদের তথ্যকেন্দ্রে নিয়োজিত তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ সংশ্লিষ্ট উপজেলার বাড়ি-বাড়ি গিয়ে ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করেন এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার দ্রুত ও কার্যকরী সমাধান করেন।
  • উঠান বৈঠক- মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম:  তথ্যকেন্দ্রের মাধ্যমে তথ্যসেবা প্রদানের পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য উঠান বৈঠক আয়োজন করে গ্রামীণ তৃণমূল মহিলাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তোলা হয়ে থাকে। প্রতিটি উঠান বৈঠকে কমপক্ষে ৫০ জন গ্রামীণ মহিলা অংশগ্রহণ করেন। মাসে ২টি করে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন: স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাসমূহের নানাদিক (ই-মেইল, ভিডিও কনফারেন্স) সম্পর্কে অবহিত করা হয়।


তথ্যকেন্দ্রে কর্মরত তথ্যসেবা কর্মকর্তা ও তথ্যসেবা সহকারীগণ উঠান বৈঠকে উপস্থিত গ্রামীণ মহিলাদের ইন্টারনেট বাস্তব ব্যবহারের মাধ্যমে সেবা প্রাপ্তির পদ্ধতি প্রদর্শন করেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তথ্যপ্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা, কৃষি ইত্যাদি বিষয়ে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়ে মুক্ত আলোচনা করেন। এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তা, নারী আইনজ্ঞ, সমাজসেবী, সমাজের নেতৃত্বদানকারী মহিলারাও বিভিন্ন সামাজিক সমস্যা যেমন: বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা এবং নারীনীতি সম্পর্কে মুক্ত আলোচনা করেন।

 

এক নজরে ময়মনসিংহ সদর উপজেলা তথ্যকেন্দ্রের সেবাসমূহ:

  • বিনামূল্যে চাকরির খবর, চাকরির আবেদন, ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল ও পরীক্ষার রুটিন প্রদান এবং বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম পূরণ।
  • মহিলা, মেয়ে ও ছাত্রীদের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান।
  • মহিলাদের উদ্যোগী হিসেবে গড়ে তোলা।
  • উঠন বৈঠক ও মুক্ত আলোচনার মাধ্যমে গ্রামীণ মহিলা, মেয়ে ও ছাত্রীদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন- স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা, জেন্ডার এবং ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে অবহিত করা।
  • প্রাথমিক স্বাস্থ্যসেবা- ব্লাড প্রেসার পরিমাপ, ওজন ও উচ্চতা পরিমাপ, ডায়বেটিস পরীক্ষা করা।
  • বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সিং সেবা প্রদান করা।
  • ই-লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিসম্পন্ন দল গঠন করা।
  • ই-কমার্স সহায়তা প্রদান করা।
  • ল্যাপটপ, ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার সমতা এবং কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধান। স্কাইপির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার কার্যকরী সমাধান করা।